মোংলায় করোনাসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিশুদের শিক্ষার মানউন্নয়নে চাঁদপাই ইউনিয়নে দুইটি স্কুল নির্মাণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম ও কোডেক’র স্বপ্ন যাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাগিব হাসান, কোডেকের এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন, কোডেকের বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, ফিল্ড অফিসার মোঃ মোতালেব শেখ, পূর্নিমা রায় ও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।
করোনাসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের আওতায় স্কুল প্রতিষ্ঠা ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণের কাজ করছে কোডেক।