স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে আজকের যুব সমাজকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে শোষণমুক্ত, উন্নত-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবলীগকেই অগ্রনী ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আর সেই স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশে^ অনন্য স্থান অর্জন করেছে। এই অর্জনকে প্রতিহত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে মানবিক কাজের মধ্যদিয়ে যুবলীগকে। বুধবার খুলনা মহানগর যুবলীগ আয়োজিত স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবিদ হোসেন কবির, নূর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জেলা আইনজিবী সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, মফিদুল ইসলাম টুটুল, আকিল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রিপন কবির, সদর থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, এম এ সুবজ, যুবলীগ নেতা আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, ইকবাল কবির লিটন, শওকাত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, মোস্তাঈন বিন ইদ্রিস চঞ্চল, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, কাঞ্চন শিকদার, জামাল শেখ, ইব্রাহিত হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, লাবু আহমেদ, শাহাবুদ্দিন সাবু প্রমুখ।