করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় খুলনার জেলা প্রশাসন আজ (মঙ্গলবার) নগরীর ডাক বাংলা, দৌলতপুর বাজার এবং খালিশপুর চিত্রালি বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে।
মোবাইকোর্ট পরিচালনাকালে দরিদ্র মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় ২০ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার কারণে ৪২ জনকে ১৮ হাজার চারশত টাকা অর্থদন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে এই মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল এবং দেবাশীষ বসাক।
অনুরূপ দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও পাইকগাছা উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোবাইলকোর্ট পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে এপিবিএন, সদর থানা, দৌলতপুর, খালিশপুর থানা এবং উপজেলার স্ব-স্ব থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।