খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, রাজনীতি হচ্ছে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করার স্থান। বঙ্গবন্ধু তাঁর স্কুলজীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করেছেন। এমনকি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের আনন্দের চেয়েও জনসেবামূলক কাজের প্রতি তাঁর আগ্রহ বেশি ছিল। আদর্শ রাজনৈতিক কর্মী হিসেবে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পাইকগাছা প্রেসক্লাবে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানিয়ে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু আরও বলেন, নীতিবিহীন নেতা নিয়ে অগ্রসর হলে সাময়িকভাবে কিছু ফল পাওয়া যায়। কিন্তু সংগ্রামের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরেই এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। বজলুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে আজ নতুন মাত্রায় নিয়ে গেছেন। শেখ হাসিনার অগ্রগতিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা হৃদয়ে লালন করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তার বক্তৃতায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল বলেন, তরুণ সমাজের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপ্রেরণার নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ প্রজন্মের কাছে মহান আদর্শ ব্যক্তিত্ব। তরুণদের কাছে তিনি একাধারে একজন উদার ব্যক্তিত্ব, সফল রাজনীতিবিদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মূর্ত প্রতীক। তরুণ প্রজন্মকেই শপথ নিতে হবে এই মহান নেতার নীতি ও আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক সুমাইয়া সুলতানা লতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদাউসুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, মাহাছসুদুন্নবী মিল্টন, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, শেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, গৌতম রায়, বাশারুল ইসলাম বাচ্চু, মোহম্মদ আলী, রইজ উদ্দীন, আক্কার আলী, গাউসুল হক প্রমুখ।