চ্যানেল খুলনা ডেস্কঃগৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,হাউজিংর জায়গায় কোন রকম অবৈধ দখলদ্বার থাকতে পারবে না ।যারা হাউজিংর প্লট বরাদ্ধ পেয়েও দির্ঘদিন যাবত অবৈধ দখলারদের কারনে প্লটের দখল পায়নি তাদেরকে দ্রুত হাউজিংর প্লটের দখল বুঝিয়ে সংশ্লিষ্ঠদের নির্দেশ দেন । তিনি আরো বলেন,হাউজিংর প্রকল্পে নিয়মতান্ত্রীক ভাবে প্লট বরাদ্ধ দিয়ে সঙ্গে সঙ্গে প্লট হস্তান্তর করুন । পাশাপাশাী হাউজিং কলোনীর যেসকল প্লট মালিকরা রাস্তা ও ড্রেনের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মান করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়ার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন । হাউজিং এস্টেট কর্মকর্তাদের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারন করে বলেন, গ্রহক হয়রানী,অনিয়ম ও দুর্নীতির সাথে জরিত কাউকে ছাড় দেয়া হবেনা । তিনি আজ গতকাল শুক্রবার দুপুরে খুলনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আয়োজিত বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
খুলনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মইনুল হক মোতাঈন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলাম,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার,গনপূর্তের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু,কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ,খুলনা নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এজাজ মামুন,খালিশপুর থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন ।