চার বছর ২মাস ৩ দিন পর খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলোচিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আঃ ছালাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি আইনজীবী রোমানা তানহা।
২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহাসীন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান সন্ত্রাসীদের ধারলো অস্ত্রের আঘাতে খুন হন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২৬ জন আসামির নাম উল্লেখ করে থানা অভিযোগপত্র দাখিল করেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন, সৈকত(৩২), মেহেদী হাসান রাব্বি (২২), রওশন আনিজি অন্তু (৩৩), সাজ্জাদ হোসেন (২২), ইমদাদুল ইসলাম হৃদয় (২২), আরিফ ওরফে চোরা আরিফ (২৯), মো. মুন্না (২৩), রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু (২৭), সাইফুল ইসলাম (২৬), মোস্তাক আহমেদ (২৭), মাইকেল সরদারের ছেলে মিঠাই হৃদয় (২৭), ফাইম ওরফে কালা ফাইম (২২), রুবেল (২৫), মিজানুর রহমান (২৮), সবুজ (২৫), আরাফাত হোসেন (৩০), তুষার (২৪), আশিকুর রহমান তুষার (২৬), রাব্বী ওরফে নাটা রাব্বী (২৬), নাঈম বাবু ওরফে পয়েন্ট বাবু (২৬), রায়হান (২৩), ইয়াসির রাব্বী ওরফে নাটা জুয়েল (২৬), সালমান (২০), সাকিব শেখ (২৩), নাইমুর রহমান ফাইম (২১), রুনু হাওলাদার (৩৫)।
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে নগরীর খালিশপুরে আলোচিত কলেজ ছাত্র হাসিবুর রহমান নিয়াজ (২৫) হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। পরে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলী করে। সেই আদালতে বিচার কার্য চলছে। জীবনের নিরাপত্তার অভাবে মামলার বাদী ও নিহতের পিতা হাবিবুর রহমান শিকদার একাধীকবার বিভিন্ন থানায় জিডি করেন। তারপরও তিনি খুলনায় নিরাপত্তার অভাবে থাকতে পারেননি। গত চার বছর ধরে তিনি বরিশাল থেকে খুলনায় মামলার তারিখের দিন এসে চলে যেতেন। যার ধারাবাহিকতা এখনও রয়েছে। এর আগে আসামী অন্তু আর আরাফাত স্বেচ্ছাসেবকলীগের মহানগর কমিটিতে স্থান পাওয়ার পর তারা আরো বেপরোয়া হয়ে উঠে। তাদের ভয়ে বাদী এলাকা ছাড়া হন অনেক আগে।