সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে করে বাড়ি নিয়ে গেল মুসলিম প্রতিবেশীরা | চ্যানেল খুলনা

কাশ্মীরে সম্প্রীতির নজির

হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে করে বাড়ি নিয়ে গেল মুসলিম প্রতিবেশীরা

কাশ্মীরে সম্প্রীতির নজির গড়েছেন এক মুসলিমরা। কঠিন আবহাওয়ায় এক হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে বয়ে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা। শুধু তাই নয়, শেষকৃত্য সম্পন্নও করেন তারা। গত শনিবার কাশ্মীরের সোপিয়ান জেলায় এই ঘটনাটি ঘটে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার সকালে ভাস্কর নাথ নামের এক কাশ্মীরি পণ্ডিত এসকেআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে মারা যান তিনি। কিন্তু ভারী তুষারপাতের কারণে বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যে কারণে শ্রীনগর থেকে নিয়ে আসা অ্যাম্বুল্যান্সটি যেটিতে ভাস্করের মৃতদেহ ছিল, সেটি পারগোচি এলাকায় যাওয়ার পথে আটকে পড়ে। তখনও ভাস্কর নাথের বাড়ি দশ কিলোমিটার দূরে। এরপরই অ্যাম্বুল্য়ান্সের চালক ভাস্কর নাথের বাড়িতে ফোন করে গোটা বিষয়টি জানান। শেষপর্যন্ত সব জানতে পেরে ভাস্করের মুসলিম প্রতিবেশীরাই সাহায্যের জন্য এগিয়ে আসেন। তুষারপাতের মধ্যেই পুরো রাস্তা কাঁধে করে মৃতদেহ বয়ে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা। এরপর শেষকৃত্য সম্পন্নও করেন।

পুরো ঘটনায় প্রতিবেশীদের ভূমিকায় খুশি ভাস্কর নাথের পরিবার। তাঁর পরিবারের লোকজন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের প্রতিবেশীরা বরাবরই তাঁদের পাশে থেকেছেন। দুই ধর্মের মানুষই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে ওই গ্রামে থাকছেন। তারই উদাহরণ এই ঘটনা।

সূত্র: সংবাদ প্রতিদিন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প

লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মা ডায়ানার পথেই পা ফেললেন প্রিন্স উইলিয়াম

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক

১৪ দেশের ওপর সৌদি ভিসায় বিধি-নিষেধ আরোপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।