সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
হিন্দু সম্প্রদায়ের পাশে ছায়ার মতো থাকব : শায়েখে চরমোনাই | চ্যানেল খুলনা

হিন্দু সম্প্রদায়ের পাশে ছায়ার মতো থাকব : শায়েখে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে ছায়ার মতো থাকব। আওয়ামী লীগের আমলের চেয়ে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনাদের সাহায্য করব। কোনোমতেই কোনো মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ওপরে, কোনো মন্দিরের ওপর আক্রমণ করতে পারে না। আগামীতে হিন্দুরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবে আর মুসলিমরা তাদের নিরাপত্তা দেবে, কিন্তু কোনো অবস্থাতেই হিন্দুদের উৎসব মুসলমানের হতে পারে না। কারণ উৎসব যার আনন্দ তার।

 

তিনি আরও বলেন, আমরা মনে করি হিন্দু এবং সংখ্যালঘুরা এ দেশে নিরাপদ। আর যারা তাদের ভোট ব্যাংক মনে করে, যারা তাদের নিয়ে রাজনীতি করে তারাই মন্দিরের ওপর আক্রমণ করে, প্রতিমা ভাঙচুর করে, তাদের জমি দখল করে। কোনো মুসলমান প্রতিমার ওপর আক্রমণ করতে পারে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, হরিজনদের তাড়িয়ে দেওয়ার জন্য এই আন্দোলন নয়, বরং তাদের প্রতিষ্ঠিত করার জন্যই ছিল এই আন্দোলন। কারও অধিকার খর্ব করতে নয় বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে এই আন্দোলন। নিরপরাধ ব্যক্তি আমার দুশমন হলেও আমি তার বিচার চাই না আর আমার সন্তান হলেও অপরাধীর বিচার চাই। আমাদের মনে রাখতে হবে, ইসলাম দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে।

ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি জয়নুল আবদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ অনেকে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানালেন ড. ইউনূস

বাংলাদেশে বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিল চীন

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

বাংলাদেশে আরও গম সার রপ্তানি করতে চায় রাশিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।