চ্যানেল খুলনা ডেস্কঃআগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই ব্যাংকগুলোতে সুদের হার এক অঙ্ক (সিঙ্গেল ডিজিটে) কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে, খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছে, সেখানে বলা হয়েছে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। যারা ভালো ঋণগ্রহীতা তাদের বিপদ থেকে উদ্ধারের এই প্রচেষ্টা, যারা টাকা নিয়ে টাকা পরিশোধ করেনি তাদের জন্য নয়। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যা খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করার চেষ্টা চলছে বলেও জানান অর্থমন্ত্রী।
স্টেকহোল্ডারদের সঙ্গে বসে ঋণের সুদ হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ম্যানুফ্যাকচারিং খাতে সিঙ্গেল ডিজিট ঠিক থাকবে। জানুয়ারির ১ তারিখ থেকেই হবে, এর মধ্যে আশা করি বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে। বিশ্বের কোথাও এত উচ্চ হারে সুদ নেই, সামঞ্জস্য করে চলতে হবে।
সুদের হার সবার জন্য এক হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা ২ শতাংশ দিয়ে রেজিস্ট্রেশন করছে তাদের জন্য এক রকম প্রক্রিয়া থাকবে। আবার যারা ভালো তাদের জন্য আলাদা প্রক্রিয়া থাকবে। আর যারা ঋণ খেলাপি তাদের অর্ধেক টাকা দিয়ে স্বাভাবিক হও বলা হতে পারে।