চ্যানেল খুলনা ডেস্কঃ ভুয়া কাজপত্র ও বিল ভাউচারের মাধ্যমে ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (৭ অক্টোবর) সকালে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত অঞ্চলের উপ-পরিচালক নাজমুস সাদাত এ অভিযান চালান।এসময় দুদক গণপূর্ত বিভাগের বিভিন্ন ফাইলপত্র অনুসন্ধান ও নতুন করে কাজ হওয়া সরকারি ভবনগুলো পরিদর্শন করেন। এরপর দুপুরে তারা যশোরে ফিরে যান। তবে অভিযানের বিষয়ে কিছু বলেনি দুদক দল।
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাইখের বিরুদ্ধে ভুয়া কাজপত্র ও বিল ভাউচারের মাধ্যমে বিভাগের প্রায় ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে। এ ১০ কোটি টাকা লোপাটের অভিযোগের ভিত্তিতে দুদক গণপূর্ত বিভাগে এ অভিযান পরিচালনা করেন। এসময় তারা গণপূর্ত বিভাগের বিভিন্ন নির্মান কাজের সাথে সংশ্লিষ্ঠ প্রকৌশলী,হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীসহ ও কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।