খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ ধরনের পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেটাবেইস প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার, সহকারী রেজিস্ট্রার, সহকারী লাইব্রেরিয়ান, মেডিকেল অফিসার, সায়েন্টিফিক অফিসারসহ কয়েকটি পদে কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল ও বয়স
পদের নাম | ডেটাবেইস প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ৩৫,৫০০-৬৭,০১০ টাকা |
বয়স | ৪২ বছর |
পদের নাম | সহকারী রেজিস্ট্রার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২৯,০০০-৬৩,৪১০ টাকা |
বয়স | ৪২ বছর |
পদের নাম | সহকারী লাইব্রেরিয়ান |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২৯,০০০-৬৩,৪১০ টাকা |
বয়স | ৪২ বছর |
পদের নাম | সেকশন অফিসার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | মেডিকেল অফিসার |
পদসংখ্যা | ০২ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | সায়েন্টিফিক অফিসার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | অ্যাকাউন্টস অফিসার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | সহকারী প্রোগ্রামার (লাইব্রেরি) |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | প্রটোকল অফিসার |
পদসংখ্যা | ০১ |
বেতন স্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | পেশ ইমাম |
পদসংখ্যা | ০১ |
বেতনস্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | সহকারী প্রকৌশলী (সিভিল) |
পদসংখ্যা | ০১ |
বেতনস্কেল | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
বয়স | ৩২ বছর |
পদের নাম | নার্স |
পদসংখ্যা | ০২ |
বেতন স্কেল | ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
বয়স | ৩০ বছর |
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের https://ku.ac.bd/career থেকে নির্দিষ্ট ফরম ডাউনলোড করে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে। আবেদনের আরও কিছু শর্ত আছে যা, ওয়েবসাইটে উল্লেখ আছে।
আবেদনের শেষ সময়
৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন।