দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক পদ থেকে মো. তারিকুল ইসলাম তারিককে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিডিয়া জানান, ১৬নং ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তফা কামালকে ওই ওয়ার্ডে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান হয়েছে।