খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর নৌকা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ হাফিজুর রহমান হাফিজের ঘুড়ি প্রতীকের পক্ষে গতকাল শনিবার বিকাল ৫টায় নগরীর নিউমার্কেট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, খুলনাকে পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। তাই খুলনার চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। মনে রাখতে হবে- ভোট একটি পবিত্র আমানত এবং আমাদের নাগরিক অধিকার। তাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে শেখ হাফিজুর রহমান হাফিজ দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে যাচ্ছেন। তিনি করোনাকালে মানবিক নানা কাজে যুক্ত রেখে ওয়ার্ডবাসীর জন্য কাজ করেছেন। তিনি আপনাদের ভালো-মন্দ, সুখ-দুঃখের খবর রাখেন। তাই কাউন্সিলর পদে আপনার নিজের বিবেক খাটিয়ে সৎ, যোগ্য ও মানবিক নেতাকে বিজয়ী করুন।
পথসভায় আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ হাফিজুর রহমান হাফিজ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, বিশিষ্ট সমাজসেবক এস এম আরিফুর রহমান মিঠু, যুবলীগ নেতা জালাল মৃধা, হাফিজুর রহমানসহ আরও অনেকে। পথসভায় ওয়ার্ডের সাধারণ জনতার ঢল নামে। বিভিন্ন ধরনের পোস্টার-প্যানা হাতে নৌকা ও ঘুড়ি প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন তারা।