সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০২২ বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ | চ্যানেল খুলনা

২০২২ বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঠিক করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে। গত আসরে বাংলাদেশকে খেলতে হয়েছিলো ‘বাছাই পর্ব’। তবে বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

আসছে বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাছাইপর্বে গ্রুপ ‘বি’র জয়ী দল ও গ্রুপ ‘এ’র রানার্স-আপ দল।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স-আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দুই বাছাইপর্বে গ্রুপ ‘এ’র জয়ী দল ও গ্রুপ ‘বি’র রানার্স-আপ দল।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি বছরের আসর। ২২ অক্টোবর উদ্বোধনী দিনে খেলবে নিউজিল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

এদিকে মূল পর্বের খেলা ২২ অক্টোবর শুরু হলেও বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে আঞ্চলিক কোয়ালিফাইং খেলে আসা আরও চারটি দল লড়বে মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর লড়বে বাছাইপর্বে উৎরে আসা গ্রুপ ‘এ’র রানার্স-আপ দলের বিপক্ষে। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর বাংলাদেশ লড়বে বাছাইপর্বের গ্রুপ ‘বি’ জয়ী দলের বিপক্ষে। এরপর নিজেদের সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে ২ নভেম্বর ভারত আর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেকর্ড গড়া জয়ে সাউদির বিদায় রাঙাল নিউজিল্যান্ড

বেকহ্যামের ডিজাইন করা বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি

শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।