আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা ও মহানগর যুবলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গঠিত দপ্তর ও শৃঙ্খলা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ০৪ টায় দলীয় কার্যালয়ে প্রথমে দপ্তর উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাতটায় শৃঙ্খলা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়।
দপ্তর উপ-কমিটি এর আহবায়ক আসাদুজ্জামান রিয়াজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অভিজিৎ পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দপ্তর উপ-কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের শেখ, নূর হাসান জনি, জহির আব্বাস, আল মাহমুদ প্রিন্স, দিলীপ বর্মন, মীর মনির, সাদ আহম্মেদ খান, শাহ্ আরাফাত রাহীব, সাইফুল ইসলাম মিরাজ, উজ্জল রায়, বেনজির হোসেন প্রমূখ।
শৃঙ্খলা উপ-কমিটি এর আহবায়ক আব্দুল কাদের শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শৃঙ্খলা উপ-কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, শেখ মোঃ হাদিউজ্জামান, শেখ মোহাম্মদ আলী, শওকত হোসেন, নাসির উদ্দিন স্বজল, মেহেদী হাসান, মুসফিকুর রহমান সাগর, মোঃ পারভেজ হাওলাদার প্রমূখ।