আগামী ২৬ ফেব্রুয়ারি এক কোটি জনগোষ্ঠীকে করোনা ভ্যাক্সিন প্রদান করা হবে। এর মধ্যদিয়ে ৭০ শতাংশ জনগোষ্ঠী প্রথম ডোজ টিকার আওতায় আসবে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক ভিডিও কনফারেন্স আজ (বুধবার) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমেদ কায়কাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয় ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম স্পটরেজিস্টেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
উৎসবমুখর পরিবেশে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত গণটিকা কার্যক্রমে ছিন্নমূল ভাসমান মানুষকে টিকার আওতায় আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।