অস্ট্রেলিয়ায় অবস্থিত ২৬২ ফুট উচ্চতার এক পর্বতে ছবি তুলতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন রোজি লুম্বা (৩৮) নামের এক নারী।
সম্প্রতি দেশটির ভিক্টোরিয়া রাজ্যের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে স্বামী ও সন্তানকে নিয়ে ঘুরতে যান রোজি। পার্কে বোরোকা লুকআউট নামে একটি পর্বত আছে যেখান থেকে একটি ঝর্ণা দেখা যায়। জায়গাটি এতটাই মনোরম যে প্রায়শই সেখানে মানুষ ঘুরতে যায় এবং অবশ্যই ছবি তোলে।
কিন্তু রোজি সেদিন দর্শনার্থীদের দাঁড়ানোর শেষ সীমা পার হয়ে যায়। এসময় একটি পাথরে উঠে ছবি তুলতে গিয়ে নিচে পড়ে যান এই নারী। ভিক্টোরিয়া রাজ্য পুলিশ সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা লুম্বার চিৎকারও শুনেছে, কিন্তু সাহায্য করতে পারেনি। লুম্বা পড়ে যাওয়ার পরপরই পুলিশ এসে পর্যটন কেন্দ্রটি বন্ধ করে দেয়। প্রায় ছয় ঘন্টা চেষ্টা শেষে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়্। তারপর আবারও পর্বতে দর্শনার্থীদের উঠতে দেয়া হয়।
এই ঘটনার পর সবাইকে সতর্ক হতে বলেছেন ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ। জীবনের চেয়ে ছবি মূল্যবান নয় জানিয়ে সব পর্যটকদের উদ্দেশ্যে বার্তা জানিয়েছে তারা।