সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ি চলে গেলেন ভোটাররা | চ্যানেল খুলনা

৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ি চলে গেলেন ভোটাররা

কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার ৮ নং নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোট দিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। স্মার্ট কার্ড দেখালেও ইভিএম বুথ থেকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

ওই কেন্দ্রের একাধিক পুরুষ ও নারী ভোটার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, শনিবার সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর বুথে প্রবেশ করে স্মার্ট কার্ড দেখালে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তাদের বলা হয়েছে, সিরিয়ালের স্লিপ নিয়ে না আসলে ভোট নেয়া হবে না। কিন্তু বাইরে এসেও কোনো সিরিয়ালের স্লিপ দেওয়ার ব্যক্তি খুঁজে তারা পাননি। অনেকেই ২/৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

এ সময় ৮ নং কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সামছুজ্জামান অরুন জানান, তিনিও ভোটারদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রে এসেছেন বিষয়টি জানার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলী যুগান্তরকে জানান, ভোটারদের অভিযোগ সঠিক নয়। তাদের ভোট দিতে সুবিধার জন্য সিরিয়ালের স্লিপ আনতে বলা হচ্ছে। স্মার্ট কার্ড দেখালে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে না।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

যশোর ও কুস্টিয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা : ৭২ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার বিভিন্ন বেকারিতে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান

কুষ্টিয়ায় শিশু ও নারী উন্নয়নে বিটিভির বহিরাঙ্গণ অনুষ্ঠান

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ঘুষ না দিলেই পাসপোর্টের আবেদনে নানান ত্রুটি

কুষ্টিয়ায় কোন সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।