চ্যানেল খুলনা ডেস্কঃ জম্মু-কাশ্মীরকে ভারতীয় সংবিধানের মাধ্যমে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করার পর বিষয়টি জাতীয় নিরাপত্তায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে মনে করছেন কগ্রেস নেতা রাহুল গান্ধী।মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।ভারতের রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘো্ষণা দেওয়ার একদিনের মাথায় তা নিয়ে মুখ খুললেন রাহুল।
টুইটারে তিনি বলেন, জম্মু-কাশ্মীরকে এক তরফাভাবে বিচ্ছিন্ন করলে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলে ঢুকিয়ে ও আমাদের সংবিধান লঙ্ঘন করে জাতীয় অখণ্ডতার উন্নতিসাধন হয় না।
রাহুল বলেন, দেশ তার জনগণকে দিয়ে তৈরি হয়, জমির প্লট দিয়ে নয়। প্রশাসনিক ক্ষমতার এই অপব্যবহার আমাদের জাতীয় নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে।এনডিটিভি বলছে, মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দলের মতানৈক্য প্রসঙ্গে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সাংসদদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী অবস্থান নেবে দল। তারপরই রাহুল টুইট করেন।
সোমবার রাজ্যসভায় অমিত শাহের ঘোষণার পরে কংগ্রেস নেতারা কার্যতই সঠিক প্রতিবাদ করতে পারেননি। রাহুল নীরবই ছিলেন। একদিনের মাথায় নীরবতা ভাঙলেন তিনি।
সোমবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয়।