সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীতে ভোটারদের দীর্ঘ সারি | চ্যানেল খুলনা

৮ম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীতে ভোটারদের দীর্ঘ সারি

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে অষ্টম ও শেষ ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোরের শীত উপেক্ষা করে নারী-পুরুষ ভোটাররা দল বেঁধে ভোটকেন্দ্রে পবেশ করছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ার মতো।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে দুই ইউনিয়নে ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র্যাব, ৬০ জন বিজিবিসহ এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন দুটির সবগুলোর প্রবেশদ্বারে থাকবে চেকপোস্ট। ভোটাররা ভোটার স্লিপ ও এনআইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্রে প্রবেশ করবেন। নির্বাচনী কাজ সরাসরি আমি ও জেলা প্রশাসক তদারকি করছি।
সূবর্ণচর উপজেলার এ দুই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রসহ চরজব্বর ইউনিয়নে সাতজন এবং চরজুবলী ইউনিয়নে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ দুই ইউনিয়নে চেয়াম্যান পদে ১৫ জন, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার প্রার্থী লড়াই করছেন। এখানে মোট ভোটার রয়েছেন ৭১৬১৯ জন ভোটার। তবে এর অর্ধেকের বেশি নারী ভোটার।
এদিকে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নে আগেই সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সহিংসতার কোনো আশঙ্কা দেখছি না। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। যে কেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে, তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।