সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আসামের এনআরসি বাংলাদেশের জন্য বিপদ: ফখরুল | চ্যানেল খুলনা

আসামের এনআরসি বাংলাদেশের জন্য বিপদ: ফখরুল

চ‌্যানেল খুলনা ডেস্কঃ আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)-তে বাংলাদেশের ‘বিপদ’ দেখছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। এ ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চতুর্দিক থেকে বিপদ আসছে। আজকে আসামে যে এনআরসি তৈরি হয়েছে, আমরা জানি না এটার মধ্যে কী আছে না আছে। তবে এটুকু বুঝি- একটা বিপদ জানান দিচ্ছে।’
বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) উদ্যোগহীনতার ফলে, তাদের চেষ্টার অভাবে আজকে এই পরিস্থিতি। আরও বিপদ আসছে। শুধু চোখ বন্ধ করে থাকলে চলবে না।চতুর্দিকে বিপদ আসছে। আজকে আসমে যে এনআরসি তৈরি হয়েছে, আমরা জানি না এটার মধ্যে কী আছে না আছে। তবে এটুকু বুঝি একটা বিপদ জানান দিচ্ছে।’

‘সুতরাং অবশ্যই বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বাংলাদশের মানুষকেই স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশের মানুষকেই তার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের কেউ করে দিয়ে যাবে না’— বলেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি। কারণ, তাদের (সরকার) যে দু’জন প্রধান মিত্র ভারত-চীন, তারা মিয়ানমারের পক্ষে। আমরা এতোদিন ভেবেছিলাম পশ্চিমারা বোধ হয় সরকারের সঙ্গে কিছুটা আছে। এখন দেখি তারাও সেরকম নেই। জাপানও মিয়ানমারের পক্ষে। তাহলে এই দুই বছর ধরে কী করলেন আপনারা (সরকার)?’
‘কোথায় গেলেন? একবারও কি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চীনে গেছেন? ভারতে গেছেন? বা জাতিসংঘে গিয়ে কোনো প্রকার চেষ্টা করেছেন?’— প্রশ্ন ফখরুলের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে : এড. মনা

রামপালে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

খুলনা ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক দিবস পালিত

বিএনপি সবসময়ই দুর্যোগে জনগণের পাশে থাকে : এড. মনা

রামপালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী পথসভা

গরিব শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে জামহানগর স্বেচ্ছাসেবক দল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।