সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
‘খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’র লোগো উন্মোচন | চ্যানেল খুলনা

‘খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’র লোগো উন্মোচন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাব আয়োজিত ‘খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’র লোগো উন্মোচন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এসএম আরিফুর রহমান মিঠু। লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ‘রূপসা টাইগার্স’র সত্ত্বাধিকারী খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের তথ্য পত্রিকার সম্পাদক এস এম নজরুল ইসলাম, ‘মধুমতি চ্যালেঞ্জার্স’র সত্ত্বাধিকারী দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী সনি, ‘শিবসা ওয়ারিয়ার্স’র সত্ত্বাধিকারী দৈনিক খুলনার কার্যনির্বাহী সম্পাদক এস এম মাহবুবুর রহমান এবং ‘ভৈরব রাইডার্স’ সত্ত্বাধিকারী খুলনার অর্থনীতি পত্রিকার সম্পাদক শেখ মোঃ সেলিম নিজ নিজ দলের লোগো উন্মোচন করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনায় এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল ‘মধুমতি চ্যালেঞ্জার্স’ ‘শিবসা ওয়ারিয়র্স’ ‘ভৈরব রাইডার্স’ ও ‘রূপসা টাইগার্স’ অংশ গ্রহণ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মোঃ আনিসউদ্দিন ও শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, আহমদ মুসা রঞ্জু, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম আমিনুল ইসলাম, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, সুমন আহমেদ, মোঃ নূর ইসলাম (রকি), ইউজার সদস্য আশরাফুল ইসলাম নূর, মো. রকিবুল ইসলাম মতি, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ কামরুল হোসেন মনি, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, মিলন হোসেন, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

লোগো উন্মোচন অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের সফলতা কামনা করে কেক কাটা হয়। এছাড়া প্রাকটিসের জন্য প্রতিটি দলকে খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এস এম ফরিদ রানা’র পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনায় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা : সিটি মেয়র

কেইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

গণমাধ্যমে ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে : মেয়র

বর্ণাঢ্য আয়োজনে খুবি সাংবাদিক সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।