বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি দখলের চেষ্টায় পাকা ইমারত(দেয়াল) ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাগেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে শনিবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত.আবুল কালাম খানের নির্মাণ করা বসতভিটায় পাকা ইমারত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ মিজান মোল্লা ও তার লোকজন। এতে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ওই পরিবারের বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম জানান, দীর্ঘ ২৯ বছর পূর্বে তার দেবর আবুল কালাম খান ২৩একর সম্পত্তি ক্রয় করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছে। সম্প্রতি সময়ে প্রতিপক্ষ মিজান মোল্লা একেরপর এক তাদেরকে হয়রানি করে আসছে। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট। প্রভাবশালীদের হয়রানির হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ঘটনায় জাহানার বেগম বাদি হয়ে মিজান মোল্লাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। মিজান মোল্লা বলেন, তিনি কারো জমির ইমারাত ভাংচুর করেনি।